প্রিয় জুনিয়রদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে নিজ অভিজ্ঞতার আদলে কিছু কথা
প্রিয় জুনিয়রদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে নিজ অভিজ্ঞতার আদলে কিছু কথা:
নিচের যে কথাগুলো তোমার রুটিন, প্রস্তুতি এবং ক্যাপাসেটির সাথে যায় তুমি সে কথাগুলোই কাজে লাগাও।
🔹বোর্ড পরীক্ষার আগে 🔹
।। প্রথম কথা শর্ট সিলেবাসটা গুছিয়ে নেয়া . অর্থাৎ জিপিএ ৫ যেন মিস না যায়।
▪️বোর্ড পরীক্ষার আগে বিশেষ করে বায়োলজির শর্ট ফুল(একবার দেখে রাখা) দুটাই শেষ করার ট্রাই করবে (youtube,) এটা অনেক বেশি এগিয়ে রাখবে।যারা advance ছেলেপেলে তারা আপাতত extra writer এর শেষের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে রাখতে পারো।
▪️ফিজিক্স কেমিস্ট্রি শর্ট এর অন্তর্ভুক্ত অধ্যায়গুলোর সম্পূর্ণ<<<⚠️অনেক সময় একটি অধ্যায়ের সব টপিক শর্ট সিলেবাসে না থাকলেও তোমার উচিত হবে সব টপিক পড়ে ফেলা !!!>>> শেষ করে অনুশীলননী +পেছনের বোর্ড প্রশ্নগুলো শেষ করে রাখা যেটা তোমার board +admission দুই সময়েই কাজে লাগবে এবং পরে গিয়ে যাতে নতুন নতুন না লাগে আরকি।
▪️⚠️বোর্ডের mcq গাইড থেকে সলভ না করে বইয়ের শেষে বোর্ড que অংশ থেকে শেষ করলে admission phase এ এসে অনেক সময় বেঁচে যাবে।
▪️Gk তে আমি মুক্তিযুদ্ধ পার্টটি দেখে রেখেছিলাম।
▪️Eng ::এ মোটামুটি basic grammar এর কিছু অংশ যা সাধারণত exam এ বেশি আসে আর synonym-antonyms , preposition টা দেখে রাখাটা বেটার।
☠️এটুকুই যথেষ্ট কেউ এর চেয়ে বেশি পারলে ভালো আর না পারলে হাউমাউ করার দরকার নেই, শুধু লেগে থেকো।
📢🔹প্রশ্নব্যাংক🔹
▪️প্রশ্নব্যাংক আমরা দু'ভাবে সলভ করবো।
চ্যাপ্টারভিত্তিক এবং সালভিত্তিক।
⚠️যখন মোটামুটি তোমার সব গুছানো হয়ে যাবে, মেডিকেল পরীক্ষার ১মাস আগে করে তোমার উচিত সালভিত্তিক ১০০ নম্বরের প্রশ্ন সলভ করা।(Must🔔)
ও এটা করার মাধ্যমে তুমি কিছু বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে যেগুলো তোমাকে👁️ ভালো পজিশন পেতে হেল্প করবে।
🙎⚡⚡MAT এর বিষয়ভিত্তিক প্রস্তুতি ⚡⚡
👋🔹Boilogy 🔹
▪️Class করা▪️অধ্যায়টা সম্পূর্ণ পড়া(শুধু দাগানো লাইন নয়)
🔔MCQ প্র্যাকটিস :
মূল বই অনুশীলনী(কোচিং থেকে সব writer এর অনুশীলনীর কম্বাইন্ড একটা বই দেয়,,) >MAT প্রশ্নব্যাংক>ভার্সিটি প্রশ্ন
তারপর তুমি যত ভাবে পারো mcq প্র্যাকটিস করে নিবে।যেমন বেশি পরীক্ষা দেয়া+কোচিং এর প্র্যাকটিস বুক +সাম্প্রতিক বোর্ড পরীক্ষার mcq
⚠️ Extra Writer⚠️
▪️মূলবই ৯০% ± শেষ না করে এক্সট্রা রাইটার নিয়ে লাপালাপি করে লাভ নাই।একাধিক বই পড়ার আগে একটি বইয়ের সব টপিক শেষ করা গুরুত্বপূর্ণ।
▪️যারা একটি বই ভালোভাবে পড়েছো extra writer এর একটি চ্যাপ্টার ১০ মি. চোখ বুলালেই এক্সট্রা ইনফো গুলো দাগিয়ে রাখা যায়। দাগানো এক্সট্রা বই কালেক্ট করা (নিজে করা বেটার)।খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্যগুলো বই এ তুলে রাখতে পারো।।
▪️⚡আমি জানি সবাই এক্সট্রা রাইটার পড়তে পারবেনা(আমি নিজেও সম্পূর্ণ পড়িনি)। তারা আলিম /মাজেদা ম্যাম এর শেষে শর্ট কোশ্চেন গুলো দেখে রেখো। (pdf সংগ্রহ করে প্রিন্ট করে নিতে পারো।
🔹Chemistry🔹
📖মূল বই: হাজারি স্যার
🗒️অনুশীলনী: হাজারি+কবীর স্যার।
📚এক্সট্রা বই: কোনো চ্যাপ্টার পড়ে কয়েক মিনিট ডাইজেস্ট চোখ বুলাইতাম,যেসব এক্সট্রা ইনফো(priority👉কবির স্যার ) গুলো গুরুত্বপূর্ণ মনে হয়তো তা বইয়ে তুলে নিতাম।
▪️প্রথম দিকে ট্রাই করবে সম্পূর্ণ বই পড়ার। শেষ সময়ে দাগানো +important area গুলো দেখে যেতে পারো।organic chemistry শেষ না করলে অবশ্যই শেষ করে নিবে।
👋🔹:Physics 🔹
আমি শুধু ইসহাক স্যার পড়েছি(শেষের বোর্ড প্রশ্ন সহ)। দাগানো লাইন এনাফ।
📚এক্সট্রা বই: তপন স্যার (অনুশীলনী)
physics -Chemistryতে অনুশীলনী ভাজা ভাজা করে ফেলবে। এখানে ভুল করা যাবে না।
👋🔹English🔹
📖বই: আমি Master ফলো করেছি।Unmesh preparation book টাও তুলনামূলক সহজবোধ্য এবং পর্যাপ্ত। তোমার ক্যাপাসেটি অনুসারে ফলো করবে।যে বই ফলো কর না কেন যেসব টপিক গুরুত্বপূর্ণ সেগুলো আগে শেষ করবে। 💡⚠️এমন বই পড়ে লাভ নাই যেটা তুমি শেষ করে বেশ কয়েকবার রিভিশন দিতে পারবেনা।
▪️MAT +DAT+BCS +Du অবশ্যই ব্যাখ্যাসহ সলভ করবে।।
▪️Synonym -Antonyms : সরাসরি মুখস্ত না করে আমি master বইয়ের প্রশ্ন গুলো অপশনের অর্থসহ মনে রাখতাম।বারবার রিভিশন দিতে হবে না হয় ভুলে যাবে। তুমি চাইলে কোনো একটি প্রশ্নের মূলশব্দের অর্থসহ উত্তরটি লিখে রাখতে পার। Quick revision এ কাজে দিবে।
▪️🧠🧠🧠শেষের সপ্তাহে রিভিশনের জন্য আমি imp. কিছু টপিকের ১/২ পৃষ্টা করে নোট রাখতাম। নোটে ঐসবই লিখবে যেগুলো শেষ কয়েকদিনে রিভিশন না দিলে কনফিডেন্স পাবে না।
🗿আমার কিছু স্ট্র্যাটেজি🗿
🧠🧠5 Minutes note :Physics এর ক্ষেত্রে একটি চ্যাপ্টারের মেডিকেলে আসার মতো অংশ অল্প। তুমি চাইলে একটি অফসেট পেপারে ঐ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ গুলো নোট করতে পারো।একটি চ্যাপ্টার সামারি করে যখন এভাবে সব নোট করবে তখন ঐ চ্যাপ্টারটা তোমার কাছে বেশ সহজ হয়ে যাবে।পরবর্তীতে কোনো কুইক রিভিশনে কাজে দিবে।
Chemistry তে ও চাইলে করতে পারো। সব chp দরকার নেই, যেকয়টা তোমার দরকার। ১০০+ পেইজের চ্যাপ্টার তুমি ৪/৫ পৃষ্ঠায় নিয়ে আসতে পারো।
🧠🧠Last revision note:
বিভিন্ন পেপার /সাবজেক্ট ফাইনাল ও মডেল টেস্ট আমি যা ভুল করতাম তা একটি খাতায় তুলে রাখতাম। যেসব বিষয় গুরুত্বপূর্ণ যা বারবার পরীক্ষায় আসে এবং ভুল করার বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে শুধু তাই লিখতাম।এই নোটটা যেন খুব বড় না হয় যেন ২০/৩০ মিনিটে রিভাইজ দেয়া যায়।যেহেতু তুমি এখানে confusing তথ্যগুলোই লিখে রাখবে শেষ মুহূর্তে দেখে গেলে তুমি কনফিডেন্ট থাকবে।
🧠🧠Track your preparation★★★:
▪️এডমিশনের শুরু থেকেই ১ সপ্তাহ /৪/৫ দিন পরপর মেডিকেল ভর্তি পরীক্ষার আদলে ১০০নং এর একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট (কোচিং এর প্রশ্নব্যাংকের শেষে কিছু থাকে) দেওয়ার চেষ্টা করতাম ।
▪️তুমি কত পাচ্ছ সেটা বিষয় না, বিষয় হলো gradually তোমার মার্কস বাড়ছে কিনা।
▪️তার চেয়ে বড় বিষয় হলো তুমি কি ভুল করছো, কেন ভুল করছো, কোন জায়গায় তোমার gap আছে এবং কোন জিনিসগুলো আরও পড়তে হবে।
▪️একবার যেটা ভুল করবে ২য় বার যেন সে ভুলটা আর না হয়।
🔹নতুন এডিশনের বই🔹
কেউ কিনে আর কেউ কিনে না। আমি নিজে প্রয়োজন মনে করিনি। নতুন এডিশনের pdf দেখে যা নতুন(অল্পকিছু) তা বই এ তুলে রাখতাম।
🔹Daily exam fact🔹
Daily exam এর সময় ২/৩ টা চ্যাপ্টার থাকে যেগুলো আমি নির্দিষ্ট সময়ে শেষ করতাম। অবশ্যই পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতাম।
▪️২য় ত, যাদের daily exam এর সিলেবাস শেষ হওয়ার পর আরও সময় থাকে তারা ঐ সময়টা অন্যান্য বিষয়গুলোতে দিয়ে নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করবে।
▪️অনেকে মার্কস এবং পজিশন নিয়ে চিন্তা কর। এটা এডমিশন টাইমে স্বাভাবিক ব্যাপার।তোমার কাজ হচ্ছে প্রতিবার একটু একটু ইমপ্রুভ করা।
⚠️⚔️অনেকে কোচিং এ টপ বা ফুল মার্কস পাওয়ার জন্য daily exam এর সময় মূল বই, প্র্যাকটিস এবং কিছু এক্সট্রা ইনফোর বাইরে আরও ৩/৪ টা বই বা পাবলিকেশন দেখো। আমার মনে হয় না এতে খুব বেশি লাভ হয় বরং এতে কিছু অধ্যায়ে বেশি সময় দিতে গিয়ে সব অধ্যায় ভালোভাবে পড়া হয় না।
⚠️daily exam শেষ হওয়া মাত্রই পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল শুরু হয়ে যায়।তাই প্রতিদিন আগের পড়া গুলো কোনো না কোনোভাবে রিভিশনে রাখতে হবে।
▪️যা পড়ার, গুছানোর এবং এক্সট্রা প্র্যাকটিস করার তা Daily exam চলাকালীন করে ফেললে ভালো, যাতে তুমি শেষ সময়টুকু Revision +exam এর জন্য রাখতে পারো।
🔹একাধিক কোচিং ফ্যাক্ট🔹
আমার অনেক বন্ধুকে দেখেছি যারা হরেকরকম জায়গায় দৌড়াতে গিয়ে শেষ পর্যন্ত নিজের সিলেবাস গোছাতে পারেনি।
আমি একটা কোচিং এর রুটিন অনুসারে পরীক্ষা দিয়েছি। অন্যান্য কোচিংগুলো নিজের রুটিন ঠিক রেখে যতটুকু পারা যায় মেইনটেইন করেছি। নিজেকে প্রস্তুত না করে তুমি যত জায়গায় দৌড়াও না কেনো কোনো লাভ হবে না।
নিজের রুটিন ঠিক রাখা>confidence⚡ ধরে রাখা> যাই হোক পরীক্ষার নির্দিষ্ট সময় আগে সিলেবাস শেষ করতে হবে>বেশি বেশি পরীক্ষা>রিভিশন রিভিশন রিভিশন
🔹এক্সট্রা ডোজ🔹
▪️এডমিশনের সময় পড়ার চাপে ও যত্নের অবহেলায় অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজেও ১ মাসের অধিক সর্দি কাশির সমস্যায় ভুগেছি।তাই একটু সতর্ক থেকে ৬ ঘন্টা ঘুম দেওয়ার চেষ্টা করো।
▪️অযথা অনেক কিছু না পড়ে যতটুকু পড়ার তাই বারবার রিভাইজ দিতাম।।
▪️মুসলিমরা প্রতি নামাজ শেষে একটা সিজদা দিও🥰
▪⚡আমি ইন্টারে একাডেমিক লাইফে একবারই টপ করেছি, আর সেটি হলো MAT ।তাই চারদিকে টপারদের দেখে ঘাবড়ানোর দরকার নাই।
তুমি তুমিই।
Just ensure a positive improvement.
".... Man will not get anything unless he works hard... "(Surah al-Najm, 53:39)
Ahmad Abdullah Zamy
Dhaka medical College
3rd, MAT 2023-2024 session