Subject-wise Preparation-ENGLISH
English
আমি Admission English preparation টাকে দুইটা segment এ divide করছি।
Segment 1: Grammar
Grammar part এ ভালো করার জন্য দুইটা জিনিসই দরকার।
☑️ building core basic on the rules by doing admission standard classes
☑️ practice & more practice
কোন কোন topic লাগবে এটা সব educational group এ পাবে, তাই আলাদা করে লিখলাম না।
HSC 24 premedical এ enroll করলে or GKE র জন্য আলাদা কোর্স করলে সেটা ধরে আগাতে পার grammar part টা।
আমি admission english hsc র আগে premedical এর ক্লাসের সাথে আগিয়েছিলাম।
Segment 2: Vocabulary or memorizing part
এই part টাকে একটু technically handle করতে হবে, as এটার preparation কখনো 100% হবে না, অনেকটা luck এর উপর। অনেক পড়েও কমন নাও পেতে পার, অথবা technically পড়েও 90%-100% correct করে আসতে পার।
Synonym Antonym, phrases, idioms HSC 24 & 25 দুই ব্যাচই এখন থেকে পড়তে পার, কারণ এটা admission এই কাজে লাগবে তা না, HSC তেও Paragraph or other free writing গুলার ক্ষেত্রে বেশ কাজে দিবে, আর normal syn ant দিয়ে ৮ মার্ক তো এমনিতেও থাকে, so daily 30 minutes এগুলাতে time দিলে খুবই ভালো।
But এগুলা নিয়ে প্যারা খাওয়া যাবে না🙂
How I handled syn ant:
Weapon- last year questions (specially mat, dat, bcs, du, ru)
Q1: synonym of 'appal'-
a. Deceive b. Confuse c. Dismay d. Solicit
এটা BCS এর একটা ques, এটা যখন পড়তে গেলাম, I realized, appal, solicit এই দুইটা word আমার কাছে unknown, তখন আমি এই দুইটা word আমার খাতায় বাংলা meaning সহ note করে ফেললাম।
এভাবে ধরে ধরে প্রত্যেকটা ques option সহ আমি বাংলা অর্থসহ solve করেছিলাম, আর খাতায় note করেছিলাম, এটাই revise করতাম বারবার
আরও বুঝার সুবিধার্থে আমি আমার note এর একটা demo attach করে দিব post এ।
তোমরা চাইলে এই method apply করতে পার, it was effective for me & hsc তেও free writing গুলা answer করার সময় কাজে দিয়েছিল।
Phrase, idioms ও এভাবে last year এর question solve করে যাবে।
last year এর question solve এর ক্ষেত্রে আগে mat, dat, bcs, du, ru শেষ করবে। এগুলো ভালোমত শেষ হলে other varsity questions, job questions এ যাবে।
preposition এর ক্ষেত্রে selective group verbs গুলো পড়েছিলাম আগে, then appropriate preposition পড়েছিলাম
এগুলো Hsc র আগেই পড়তে পার একটু একটু করে as it will help ur hsc as well.
কোন বই follow করেছি-
1. English healer (practice এর জন্য the best, সব varsity, job questions আলাদা করে দেয়া, সব ধৈর্য ধরে করতে পারলে master হয়ে যাবে শিউর, vocabulary practice করার জন্য এটাই সবচেয়ে বেশি help করেছে, কারণ এখানে বাংলা অর্থসহ সবকিছু আলাদা করে দেয়া, আমি এটা দেখেই আমার অপরিচিত সব শব্দ note করে নিয়েছিলাম)
2. Apex (last 1 month এটা দেখে রিভিউ করেছিলাম specially rules & particular grammar topics)
Apex এ rules বেশ ভালোভাবে সাজানো, review করতে সুবিধা হয়েছিল।
Post টা একটু long হয়ে গেল মেবি, কোনো question থাকলে comment করবে।
P:S: just demo হিসেবে দুইটা page add করলাম, সবই দিতে পারতাম, আমি চাই তোমরা নিজেরা একটু একটু করে বের কর এগুলা, নিজে নোট কর, পড়াও হয়ে যাবে।
Facebook এ বেশ কিছু english page আছে like BBC news, wildlife related pages এগুলোতে like দিয়ে রাখতে পার, ওদের post গুলো থেকে unknown words পেলে এভাবে বাংলা meaning সহ খাতায় নোট করে নিবে, facebook scroll করতে করতে দুই একটা unknown english words শিখলেও কিন্তু ক্ষতি নেই