❓❓একনজরে নিস্ক্রিয় গ্যাসের ব্যবহার সমুহ:
❓❓একনজরে নিস্ক্রিয় গ্যাসের ব্যবহার সমুহ:
▶️ হিলিয়াম 🌺🌺
✅ গভীর সমুদ্রে ডুবুরিগণ ও হাঁপানির রোগীগণ He-O2 গ্যাসের মিশ্রণ শাসকার্যে ব্যবহার করে
✅ Asthma রোগের চিকিৎসায় He-O2 গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়
✅ অধিক সক্রিয় ধাতুকে গলানোর সময় He গ্যাসের উপস্থিতিতে কাজটি সম্পন্ন হয়
✅ NMR যন্ত্রে তরল He ব্যবহার করা হয়
✅ পরম শুন্যতাপমাত্রায় পৌছাতে He গ্যাস ব্যবহার করা হয়
▶️নিয়ন🌺🌺
✅ বাণিজ্যিক নিয়ন বাতিতে Ne গ্যাস ব্যবহার করা হয়
✅অপারেশন রুমে নিয়ন টিউবের আলো ব্যবহার করা হয়
✅ এরোপ্লেন,হেলিকপ্টার, জেট বিমান প্রভৃতি আকাশযানে নিয়ন আলো ব্যবহার করা হয়
✅ ভোল্টমিটারে Ne গ্যাস ব্যবহার করা হয়
▶️আর্গন🌺🌺
✅বৈদ্যুতিক বালবে নিস্ক্রিয় পরিবেশরুপে ব্যবহার করা হয় Ar
✅ রাসায়নিক বিক্রিয়ায় নিস্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে ব্যবহার করা হয় Ar
▶️ ক্রিপটন 🌺🌺
✅ টিউবলাইটে Kr গ্যাস ব্যবহার করা হয়
✅খনি শ্রমিকদের মাথায় ব্যবহৃত টুপিতে Kr গ্যাস ভর্তি বালব ব্যবহার করা হয়
▶️জেনন
✅ ফটোগ্রাফিক ফ্ল্যাশ বালবে Xe গ্যাস ব্যবহার করা হয়
▶️ রেডন
✅ ক্যান্সার চিকিৎসায় Radiotherapy তে Rn ব্যবহার করা হয়
© ফারিয়া আপু