সেকেন্ড টাইমারদের কিছু প্রশ্ন যা সবাই জানতে চায় নিচে তা সুন্দর করে বলার চেষ্টা করেছি -

👉 ভাইয়া  ভার্সিটিতে এডমিট থেকে কি মেডিকেল প্রিপারেশন নেওয়া যায়?


✅ হ্যাঁ। নেওয়া যায়। তুমি চাইলে মাঝে মাঝে ভর্সিটিতে যেতে পারো। আর বাসায় থেকে প্রিপারেশন নিতে পারো। 


👉 ভাইয়া মেডিকেল এর পড়া দিয়ে কি ভার্সিটিতে চান্স পাওয়া যায়? 


✅ হ্যাঁ পাওয়া যায়। আমার মেডিকেল এ চান্স হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফরম তোলা ছিল। আলহামদুলিল্লাহ চান্স হয়েছিল। আমি চান্স পেলে তুমি কেন পাবা না🫵 একটা কথা মনে রাখবা এমন ভাবে পড়বা যেন সব জায়গায় চান্স হয়🫵 পড়ার মত পড়বা 🌿



👉 ভাইয়া কয়বার রিভিশন দেওয়া উচিত? 


✅ ভাই এটা যার যার উপর নির্ভর করে। 

আমার মতামত তুমি  ১ বার এই ভালো ভাবে রিভিশন দাও এর পর সময় থাকলে যত বার ইচ্ছা।


👉ইংরেজি ও জিকে মনে থাকে না কি করবো?


✅ মনে থাকবে কি করে কারণ তোমরা পড়ার পর প্র্যাক্টিস করো না😑 যে যত বেশি প্রশ্ন সলভ করবে+ পরীক্ষা দিবে তারাই ততো ভালো করবে।


👉 ইংরেজি ও জিকে নিয়ে কিছু বলেন?



✅ ইংরেজি প্রতিদিন ২ঘন্টা আর জিকে১ঘন্টা রাখার ট্রাই করো। জীবনে যা আসুক পড়া যেন মিস না হয়। 

রুলস + ব্যাখ্যা সহ ভালো বই-Master


 আর কেউ যদি মনে কর হাতে ধরে ধরে কেউ শিখাবে তাহলে- সাবাশের ইংরেজি কোর্স এনরোল করতে পারো। আমি নিজ এ ও সব পাড়ি তাও এনরোল করেছি। ভাইয়ার পড়া+ এক্সাম + ক্লাস করলে ১৫/১৫ পাওয়া যায়।


👉 ভাইয়া আমার  কি চান্স হবে? আমি কি চান্স পাবে?


✅ এইটা একসময় আমার ও হতো। ওইসময় বেশি খারাপ লাগলে আম্মু আব্বুর কাছে যেতাম আর না হলে একটু হাটাহাটি করতাম। 

একটা কথা তিতা হলে ও সত্যি --- 

যে পরিশ্রম করবে তার এই দিন শেষে চান্স হবে। পরিশ্রম না করে ভাগ্যের দোষদিয়ে লাভ নাই।

ভাগ্য ছিল না হয় নাই এইসব কথা পুরনো তাই সময় থাকতে পড়ালেখা করো।

👉 ভাই পড়াশোনায় মন বসে না কি করবো?


✅ এই প্রশ্নটা একদম ইনবক্স ভরে গেছে। 

ভাই তোরার কীভাবে মন বসে না। লাস্ট টাইমার ভাই একটু সিরিয়াস তো হ। ভাই যখন চান্স পাবি না দেখবি সারাদিন পড়তে মন চায়।  পড়তে মন না চাইলো নিজেকে টেবিলে বসিয়ে রাখবি।

👉 ভাই আপনি কয় ঘন্টা পড়তেন?


✅আমি প্রথম দিকে ৫ ঘন্টা + পড়তাম এর পর এটা বাড়তে বাড়তে ১৬ ঘন্টায় গেছে। কেউ ধরে ১৬ ঘন্টা পড়তে পারে না আমি ও পারি নাই। তোমরা ও আজ থেকে ১ ঘন্টা করে রেগুলার পর যা একসময় ১০ ঘন্টা + হবে।



সময় কিন্তু বেশি নাই 🌿

সব পড়া গুছিয়ে নেওয়ার সময় এসেছে। সময় মতো সব শেষ করতে পারলে তুমি এ হবে ডাক্তার।

তাই পড়াশোনা + নামাজ + খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই করবা না। 

সবার জন্য শুভ কামনা রইল

কিছু জানার থাকলে কমেন্ট কর🌿🌿🌿


#guideline 

Sawon vaiya

If you do what you love, you’ll never work a day in your life. Phasellus eu sapien interdum ligula.

Marc Anthony, Twitter, Inc.

Archive

কাজ চলছে!

আমাদের ওয়েবসাইটটি বর্তমানে নির্মাণাধীন।

সেরা অভিজ্ঞতার জন্য আমরা নিরলস কাজ করছি। নিয়মিত আপডেটের জন্য আমাদের সাথে থাকুন!

আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।

MediBee.info