আমার ৮৫+ মার্ক পাওয়ার মূলমন্ত্র (৪ টা পার্ট একসাথে)

 🪄 আমার ৮৫+ মার্ক পাওয়ার মূলমন্ত্র (৪ টা পার্ট একসাথে)

📌 পার্ট-০১

১) যা মুখস্থ করেছি বুঝে মুখস্থ করেছি। অন্ধের মতো পড়ে যাইনি।

২) প্রচুর পরীক্ষা দিয়েছি। যা ভুল যেতো বই খুলে কারেক্ট করে নিয়েছি।

৩) কনফিডেন্ট ছিলাম যে- যেমন পড়াশোনা করেছি, চান্স ডিজার্ভ করি ইনশাআল্লাহ


📌 পার্ট-০২

১) একটা অধ্যায় পড়তে ৫ ঘন্টা লাগলেও "ভালোভাবে পড়ে শেষ করেছি।" ক্লাস-মূল বই-অনুশীলনী সব শেষ করেছি।

আমাদের সময় অনুশীলনীর প্রশ্ন কম আসতো, তবে প্র্যাকটিসের জন্য সবগুলো সল্ভ করেছি।

২) কঠিন টপিক + উদাহরণগুলো অন্ধ ছন্দ না পড়ে ট্রিক দিয়ে মনে রেখেছি।

৩) রেগুলার রিভিশন দিয়েছি। ৭/১৫ দিন পরপর বই খুলে দেখেছি অধ্যায় কেমন মনে আছে।


📌 পার্ট-০৩

১) ১ সপ্তাহের টার্গেট নিয়ে পড়তাম। পুরো সপ্তাহে যেসব পড়া কভার হতো না, সেগুলো শুক্রবার কভার করতাম।

এক শুক্রবারে কভার না হলে পরের শুক্রবারে কভার করতাম। 

২) ছোট ছোট নোট করতাম। যেসব টপিক মনে থাকতো না, সেগুলো লিখে লিখে পড়তাম।

৩) ছক-উদাহরণগুলোতে আলাদা গুরুত্ব দিতাম।


📌 পার্ট-০৪

১) মূলবই প্রচুর রিডিং পড়তাম। পড়া অধ্যায়ও বারবার রিডিং দিতাম। এতে দক্ষতা বাড়তো, দ্রুত প্রশ্ন উত্তর করতে পারতাম।

২) ফিজিক্স-কেমিস্ট্রি অনুশীলনীর অংকগুলো হ্যান্ড ক্যালকুলেশনে আলাদা গুরুত্ব দিতাম।

৩) প্রতিযোগিতার ভয় পেতাম না। অন্যলোক ১০০ পাক, আমার যায় আসে না। আমার কতটুকু পড়া আছে, সেটা বাড়ানোর চেষ্টা করতাম।

#strategy

#motivation



If you do what you love, you’ll never work a day in your life. Phasellus eu sapien interdum ligula.

Marc Anthony, Twitter, Inc.

Archive

কাজ চলছে!

আমাদের ওয়েবসাইটটি বর্তমানে নির্মাণাধীন।

সেরা অভিজ্ঞতার জন্য আমরা নিরলস কাজ করছি। নিয়মিত আপডেটের জন্য আমাদের সাথে থাকুন!

আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।

MediBee.info