মাই ডেয়ার সেকেন্ড টাইমার!!
মাই ডেয়ার সেকেন্ড টাইমার,
তোমাদের মধ্যে এখন লক্ষ্য করছি কোন কোচিং এ ভর্তি হব সেটা নিয়ে অনেক দ্বিধায় ভুগছো।অনেক প্লাটফর্মে পোস্ট দিয়ে সাজেশন চাচ্ছো/অনেক ভাইয়াকে টেক্সট দিয়ে সাজেশন চাচ্ছো!
চলো কিছু বিষয় তোমাকে ক্লিয়ার করি-
১|যেসব প্লাটফর্মে তোমরা পোস্ট দেও সেখানে অলরেডি শতশত পেইড এজেন্ট নিযুক্ত করা আছে প্লাটফর্মগুলোর তাদের প্রশংসা করার জন্য।
২|যেসব চান্সপ্রাপ্ত ভাইয়াদের তুমি টেক্সট দাও তারা অনেকেই কোন কোন প্লাটফর্মের মেন্টর/এপিলিয়েন্ট হিসেবে নিযুক্ত!স্বভাবতই তারা চাইবে তুমি তাদের কাছে ভর্তি হও।আরো জেনে রাখো, তাদের কাছে এমনও অফার থাকে যদি একজন স্টুডেন্ট ভর্তি করিয়ে দিতে পারে তাহলে তাকে ঐ প্লাটফর্ম থেকে প্রতি স্টুডেন্ট ভর্তির জন্য পেমেন্ট করে।
মূল কথায় ফিরলাম-
📍সেকেন্ড টাইমার হিসেবে কি করব?
•আমি জানি এখন তোমার হাতে প্রচুর সময়।যে সময় আছে সমুদ্রের গভীরতা পরিমাপ করা যাবে।তুমি আজকেই বসে এই আর্টিকেল দেখার সাথে সাথে একটা কলম আর খাতা নিয়ে বসে পড়ো।
১)লিস্ট করো কোন কোন প্লাটফর্ম তোমাকে টানে।
২)সব প্লাটফর্মের নাম লিখা শেষ হলে তাদের ইউটিউবে গিয়ে তাদের ফ্রী প্লেলিস্ট থেকে একটা করে ক্লাস করে আসো।সব প্লাটফর্ম থেকে একটা করে করো।
আমি জানি, এটা কষ্টকর।এটা সময়বহুল। কিন্তু সামনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম যার হাতে তুলে দিবে তাদের তুমি লিটমাস পেপারে টেস্ট না করা বোকামি নয় কি?আমি জানি সবার এই ধৈর্য্য হবে না এবং ঠিকই তুমি অন্যের কাছে সাজেশন চেয়ে বেড়াবে।দিনশেষে আল্লাহ না করুক চান্স না হলে ঐ সাজেশন দেওয়া ভাইয়াদের মন থেকে গালি দিবে কিন্তু তখন আর করার কিছুই থাকে না।সব পথ বন্ধ হয়ে গিয়েছে।
হামীম জহুর
-ওয়ান্স এ্যা সেকেন্ড টাইমার অলওয়েজ এ্যা সেকেন্ড টাইমার