সেকেন্ড টাইমারা যে কারণে চান্স মিস করে !!

👉মোবাইলের প্রতি আসক্ত।

👉 আজকে পড়বো কালকে পড়বো বলে পড়া রেখে দেওয়া।

👉নিজেকে সবার সামনে এমন ভাবে শো ওফ করা যেন সব পাড়ে।

👉 প্রথমবার যে ভুল গুলো করেছিল দ্বিতীয়বার একই ভুল করা।

👉জিকে ইংরেজি বেশি না পড়া।

👉বেশি বেশি পরীক্ষা না দেওয়া।

👉 মেইন বুক ভালোভাবে না পড়া।

👉সময় অপচয় করা।

👉অনুশীলনীর প্রশ্ন বেশি বেশি সলভ না করা।

👉 পরিশ্রম না করা।

👉 না পড়ালেখা করে ঘুমিয়ে ঘুমিয়ে মেডিকেল এর স্বপ্ন দেখা।

👉 কোর্স কিনে ক্লাস না করা।

👉 রুটিন করে না পড়া।

👉 বইখাতা টেবিলে সাজিয়ে রাখা না পড়ে।

👉 শর্টকাট পড়ার চিন্তা।


🫵 তুই ভাই পরিশ্রম না করে চান্স এর আসায় বসে থাকিস। আর চান্স না পেলে ভাগ্যের দোষ দিবি আর বলবি ভাগ্যে ছিল না। বন্ধু চান্স পাবে আর তুই বসে বসে দেখবি। 

ঘুম থেকে উঠ এখন ও সময় আছে নিজেকে তৈরি করে ফেল ভাই। তোর জন্য মেডিকেল অপেক্ষা করছে। ভালো করে পড়,নোট কর, সব গুছিয়ে পড়, এক্সাম দে বেশি বেশি, প্র্যাকটিস কর প্রশ্ন 🫵 জীবনটা দিয়ে দে শুধু পড়া থাকবে তোর লাইফে। শেষ সময়ে এসে বলিস না ভাই ১ মাস এ কি করবো ভাই।তখন আর কিছু করা যাবে না। রিলসটা বন্ধ করে পড়েন ভাই। 


এজন্যে আমাদের এক্সাম ব্যাচে আনলিমিটেড প্রাক্টিস এর ব্যবস্থা রেখেছি।


আর ফুল ব্যাচে এমনভাবে চাপ্টারগুলো পড়াচ্ছি যাতে ফুল কনফিডেন্স চলে আসে 



সবার জন্য মন থেকে দোয়া 🤲🌿

কিছু জানার থাকলে কমেন্ট করবেন 🌿🌿🌿

If you do what you love, you’ll never work a day in your life. Phasellus eu sapien interdum ligula.

Marc Anthony, Twitter, Inc.

Archive

কাজ চলছে!

আমাদের ওয়েবসাইটটি বর্তমানে নির্মাণাধীন।

সেরা অভিজ্ঞতার জন্য আমরা নিরলস কাজ করছি। নিয়মিত আপডেটের জন্য আমাদের সাথে থাকুন!

আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।

MediBee.info