কোষ ও কোষের গঠন
টপিকঃ কোষ ও কোষের গঠন
🍁 কোষতত্ত্ব প্রদান করেন ➝ স্লাইডেন ও সোয়ান।
🍁 কোষের ঝিল্লিমুক্ত অঙ্গাণু ➝ ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, মাইক্রোবাডিস।
🍁 কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ➝ মাইসেলি।
🍁 হাক্সলের মতে জীবনের ভৌত ভিত্তি হলো ➝ প্রোটোপ্লাজম।
🍁 কোষঝিল্লির প্রধান গঠন উপাদান ➝ লিপিড ও প্রোটিন।
🍁 কোষঝিল্লির স্তর ➝ ২টি, প্লাজমামেমব্রেন গঠনের সর্বাধিক স্বীকৃত ও আধুনিকতম মডেল- ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল।
🍁 কোষঝিল্লির প্রোটিন ➝ ৩ ধরনের (ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড কোর সম্পৃক্ত)।
🍁 ক্ষুদ্রাকার রাইবোজোম হলো ➝ রাইবোনিউক্লিও প্রোটিন কণা (RNP)।
🍁 কোষের সার্বজনীন অঙ্গাণু ➝ রাইবোজোম।
🍁 শুক্রাণু গঠনে সহায়তা করে ➝ গলজি বস্তু।
🍁 লাইসোজোমকে বলা হয় কোষের ➝ কোষের পাকস্থলী/সুসাইডাল স্কোয়াড/ আত্মঘাতী থলিকা/ডাইজেস্টিড ব্যাগ।
🍁 উদ্ভিদকোষে লাইসোজোমের অপর নাম ➝ Spherosome বা Olesome
🍁 অটোলাইসস বা অটোফ্যাগি ঘটে ➝ লাইসোজোমে।
🍁 অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে বলা হয় ➝মাইক্রোজোম।
🍁 প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে ➝ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
🍁 ক্রেবস চক্র, ফ্যাটি এসিড চক্র, ETC, অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রভৃতি ঘটে ➝ মাইটোকন্ড্রিয়নে।
🍁 ক্রিস্টি ধারণ করে ➝ মাইটোকন্ড্রিয়া।
🍁 Chalmydomonas-এর ক্লোরোপ্লাস্ট ➝ পেয়ালাকার।
🍁 Spirogyra-এর ক্লোরোপ্লাস্ট ➝ সর্পিলাকার বা ফিতাকৃতি।
🍁 কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু ➝ সেন্ট্রিওল।
🍁 নিউক্লিয়াসকে বলা হয় ➝ কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা।
🍁 কোষস্থ খনিজ ক্রিস্টাল ➝ ক্যালসিয়াম অক্সালেট।
🍁 ক্রোমোজোমের কোন অংশটি নিউক্লিওলাসের পুনর্গঠন (নিউক্লিওলাস গঠন) অঞ্চল নামে পরিচিত ➝ গৌণ কুঞ্জন।
🍁 পিউরিন বেসগুলো হলো ➝ অ্যাডিনিন এবং গুয়ানিন।
🍁 পাইরিমিডিন বেসগুলো হলো ➝ সাইটোসিন, থাইমিন (DNA-তে থাকে) এবং ইউরাসিল (RNA-তে থাকে)।
🍁 DNA অণুর ডাবল হেলিক্সের প্রতি প্যাচে প্রায় কতটি হাইড্রোজেন বন্ড থাকে ➝ ২৫টি।
🍁 DNA অণুর রেপ্লিকেশন কোন পদ্ধতিতে হয় ➝ অর্ধসংরক্ষণশীল।
🍁 DNA অনুলিপনের সময় হাইড্রোজেন বন্ড ভাঙে কোন এনজাইম ➝ হেলিকেজ।
🍁 ট্রান্সক্রিপশন কোথায় সংঘটিত হয় ➝ সাইট্রোপ্লাজমে (আদিকোষ) এবং নিউক্লিয়াসে (প্রকৃতকোষ)।
🍁 সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা (PPLO- Pleuron Pneumonia Like Organism)
🍁 মানবদেহে সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে ➝ নিউরন কোষ (1.37 মিটার লম্বা)
🍁 কোষপ্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান ➝ সেলুলোজ
🍁 দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় একে ➝ প্লাজমোডেসমাটা বলে।
🍁 মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বা Power House বলা হয়।
🍁 উদ্ভিদকোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ৩০০-৪০০টি এবং প্রাণীকোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ২০০-৩০০টি।
©️ Sabir Mahmud