কোষীয় অঙ্গাণুগুলোর বিশেষ নাম

 টপিকঃ কোষীয় অঙ্গাণুগুলোর বিশেষ নাম

💊 মাইটোকন্ড্রিয়া  ➝ শক্তি ঘর বা পাওয়ার হাউজ

💊 রাইবোসোম ➝ প্রোটিন তৈরির কারখানা

💊 নিউক্লিয়াস ➝ কোষের প্রাণ কেন্দ্ৰ

💊 প্রোটোপ্লাজম ➝ জীবনের ভৌত ভিত্তি (হ্যাক্স লে)

💊 ক্রোমোজোম ➝ বংশগতির ভৌত ভিত্তি

💊 এনজাইম ➝ প্রোটিন তৈরীর ফার্ম/ কর্মী 

💊 অ্যামাইনো এসিড ➝ প্রোটিন তৈরীর কাঁচামাল

💊 RNA ➝ প্রোটিন তৈরীর ব্লু-প্রিন্ট

💊 DNA ➝ প্রোটিন তৈরীর মাষ্টার প্ল্যান বলা হয়

💊 লাইসোসোম ➝ আত্মঘাতী থলিকা, সুইসাইডাল স্কোয়াড, এনজাইমের আঁধার

💊 গলগি বডি  ➝ লাইপোকন্ড্রিয়া, ডিকটায়োসোম, ট্রাফিক পুলিশ, 

কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ইডিওসোম

💊 জিনোম ➝ মাস্টার ব্লু প্রিন্ট।

 

©️ Sabir Mahmud

Archive

কাজ চলছে!

আমাদের ওয়েবসাইটটি বর্তমানে নির্মাণাধীন।

সেরা অভিজ্ঞতার জন্য আমরা নিরলস কাজ করছি। নিয়মিত আপডেটের জন্য আমাদের সাথে থাকুন!

আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।

MediBee.info