কোষ রসায়ন:১০০% কমন MCQ. বাছাই করা তথ্য।

 কোষ রসায়ন:১০০% কমন MCQ. বাছাই করা তথ্য।


১.প্রোটিনের গাঠনিক একক____এমিনো এসিড।

২.প্রোটিন এমিনো এসিড_২০ টি।

৩.ননপ্রোটিন এমিনো এসিড_৮ টি।

৪.অরনিথিন,সাইট্রুলিন,হেমোসেরিন_নন প্রোটিন এমনো এসিড।

৫.রিডিউসিং শ্যুগার__গ্লুকোজ,ফ্রক্টোজ

৬.পেশীতে সঞ্চিত থাকে_গ্লাইকোজেন।

৭.উদ্ভিদে সঞ্চিত থাকে__স্টার্চ।

৮.সুক্রোজ_গ্লুকোজ+ফ্রুক্টোজ।

৯.ফলের চিনি_ফ্রুক্টোজ।

১০.আঙ্গুরের শর্করা_গ্লকোজ।

১১.সরবিটল প্রস্তুত হয়__গ্লুকোজ দিয়ে।

১২.ট্রায়োজ_গ্লিসারাল্ডিহাইড,ডাইহাইড্রোক্সিএসিটোন।

১৩.২ নং কার্বনে অক্সিজেন নেই_রাইবুলোজ।

১৪.আয়োডিন দ্রবণে নীল বর্ণ দেয়__স্টার্চ।

১৫.অ্যামাইলোজ_অশাখ।

১৬.এমাইলোপেকটিন____শাখান্বিত।

১৭.স্কার্ডোজ,স্কাকায়োজ_ট্রেট্রাস্যাকারাইড।

১৮.১৫% সুক্রোজ_ইক্ষুর রসে।

১৯.ম্যাল্টোজ_গ্লুকোজ+গ্লুকোজ(আল্ফা ১,৪ লিংকেজ)

২০.তুলায় সেলুলোজ_৯৪%.

২১.লিনেনে সেলুলোজ_৯০%

২২.বয়স্কদের অত্যাবশকীয় এমাইনো এসিড __৮ টি।

২৩.শিশুদের অত্যাবশকীয় এমাইনো এসিড____১০ টি।

২৪.ডিমের সাদা অংশে_এলবুমিন।

২৫.ডিমের কুসুমে____গ্লোবিউলিন।

২৬.তাপে জমাট বাধে_এলবুমিন,গ্লোবিউলিন।

২৭.কার্যকরী প্রোটিন_মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, এনজাইম,ভিটামিন।

২৮.সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন_প্রোটামিন।

২৯.সিডারোফিলিন,সেলোপ্লাজিমিন_মেটালোপ্রোটিন।

৩০.দুধের কেসিনোজেন,ডিমের ভাইটেলিন_ফসফোপ্রোটিন।

৩১.স্টার্চের সাধারন সংকেত _(C6H10O5)n

৩২.উদ্ভুত লিপিড_রাবার, তারপিনস,স্টেরয়েড।

৩৩.আইসোপ্রিন একক_C5H8

৩৪.লেসিথিন,সেফালিন,প্লাজমালোজেন____ফসফোলিপিড।

৩৫.এনজাইমের বিক্রিয়ার হার সবচেয়ে বেশি__ 35-40°C তাপমাত্রায়।

৩৬.এনজাইমের কাজকে বাধা দেয়_Ag,Zn,Cu.

৩৭.পনির তৈরীতে__রেনিন।

৩৮.ফলের রস তৈরীতে____পেকটিন।

৩৯.IUB অনুসারে এনজাইম_৬ প্রকার।

৪০.কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশ_প্রোসথেটিক গ্রুপ।

৪১.এনজাইম শব্দটি প্রথম ব্যবহার করেন_ক্যুন।

৪২.H2O2 কে ভাঙ্গে_ক্যাটালেজ।

৪৩.চোখের ছানি অস্ত্রোপচার _ট্রিপসিন।

৪৪.এনজাইম_প্রোটিন।

৪৫.এনজাইম____কলয়েড।

৪৬.নিউক্লিয়াসে থাকে_হিস্টোন প্রোটিন।

৪৭.স্যামন মাছের শুক্রানুতে থাকে____প্রোটামিন।

৪৮.ভিটামিন সি তরীতে ব্যবহৃত _গ্লুকোজ।

৪৯.গঠন অনুসারে কার্বহাইড্রেট_৪ প্রকার।

৫০.মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা_৩-১০ টি।

Archive

কাজ চলছে!

আমাদের ওয়েবসাইটটি বর্তমানে নির্মাণাধীন।

সেরা অভিজ্ঞতার জন্য আমরা নিরলস কাজ করছি। নিয়মিত আপডেটের জন্য আমাদের সাথে থাকুন!

আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।

MediBee.info