Subject-wise Preparation - PHYSICS
Physics
1. Concept build up:
Academic & medical admission দুই ক্ষেত্রেই physics এর core basic না থাকলে অনেক বেশি ঝামেলা। তাই Physics এ মেইন জোর দিতে হবে এখানেই, medical admission এ physics এর পিছনে সবচেয়ে কম সময় দেয়া যায়, কিন্তু তখনই যখন academic এর basic একদম top notch থাকে।
academic & medical admission এর জন্য phy পড়ার pattern completely different, mat standard class গুলো করলেই বোঝা যায়, admission time এ এসে concept এর পিছনে দৌঁড়ানোটা অনেক time consuming, so academic এই basic clear রাখতে হবে।
একদম শুরুর দিকে অগোছালো লাগতে পারে, but একবার ধরে ফেলতে পারলে physics is the most interesting subject।
2. বই selection:
Main বই ইসহাক স্যার, no contriversy here according to me. (academic & admission both)
তপন স্যারকে second choice ধরা যাতে পারে, but আমি তপন স্যারের ভিতরের লাইন কখনো পড়ি নি, just অনুশীলনী করেছি।
basic clear এর জন্য academic এ udvash engineering concept book পড়েছিলাম।
3. Practice & question solving:
কিছু checklist দিয়ে দেই:
Academic:
➡️ ইসহাক স্যারের বইয়ের প্রত্যেকটা উদাহরণ
➡️ ইসহাক স্যারের বইয়ের অনুশীলনীর প্রত্যেকটা mcq
➡️ test paper
➡️ optional: গাণিতিক পদার্থবিজ্ঞান (শুরুর দিকে এটা help করেছিল আমাকে, পরে আর সময় পাই নি যদিও)
MAT:
➡️ ইসহাক স্যারের বইয়ের অনুশীলনীর mcq (বহুনির্বাচনী, উদ্দীপকের ques পড়ি নি আমি)
➡️ তপন স্যারের বইয়ের অনুশীলনীর mcq
➡️ সারসংক্ষেপ
➡️ question bank
➡️ any 1 practice বুক
MAT এর জন্য hand calculation এ দক্ষতা থাকতে হবে, YouTube এর video গুলার help নিতে পার।
Some popular questions:
অনুশীলনীর ম্যাথ মুখস্ত করব কিনা?
hand calculation এ pro type হলে খুব বেশি ম্যাথ মুখস্ত করতে হয় না, so isn't it easier to focus on hand calculation rather than memorising the maths?
But কিছু questions থাকে যেগুলা একদমই hand calculation করে solve করা যায় না, এগুলাকে skip করা যায় অথবা আমি যেটা করতাম, এগুলা মার্ক করে রাখতাম, প্রত্যেকবার পড়ার সময় এগুলার correct ans গুলা দেখতাম, খুব বেশি effort দিতাম না, কেন সেটা বলি,
একটা chapter এর উপর যখন আমরা পরীক্ষা দেই, তখন কোনটা অনুশীলনীর, কোনটা অনুশীলনীর না সেটা বোঝা যায়, বাট যখন paper final type or subject final type exam হয়, তখন আমি বুঝতেই পারতাম না কোন math টা অনুশীলনীর, এই problem টা identify করার পর আমি আর ম্যাথ মুখস্ত করাতে effort দেই নাই, just দেখে যেতাম, mental satisfaction 😎
অনুশীলনীর ম্যাথে ভুল থাকলে কি করব?
এটা নিয়ে কথা বলার মত experience হয় নি আমার এখনো, যে যেখানে পড়ছো সেখানে যেভাবে বলা হচ্ছে সেটাই ফলো করো, বাট আমি ভুল গুলো নিতে এত মাথা কখনোই ঘামাতাম না, just mark করে রাখতাম🙂
4. MAT এর জন্য দাগানো বই পড়ব?:
last post এ আমি বায়োলজি দাগানো বইয়ের প্রতি গুরুত্ব দেই নি তেমন, বাট physics এর ক্ষেত্রে দাগানো বইটা helpful.
এখন pattern বুঝে নিজে দাগাতে পার বা pdf দেখে দাগাতে পার, it's up to u.
5. Short syllabus এর বাইরের chapter কখন পড়ব?:
আমি hsc র পর পড়েছিলাম, practical এর জন্য যে gap ছিল, তখন।
hsc র আগে পড়তে না পারলে তাই depressed হওয়ার কোনো কারণ নেই,
MAT standard class গুলা A to Z follow করলেই হবে, খুব deep পড়তে হবে না, অনুশীলনী must, but শুধু অনুশীলনী না, ভিতরের দাগানো লাইনও পড়তে হবে।
6. Exams must
** academic & admission এ phy তে ভালো করার জন্য problem solving capacity অনেক বাড়াতে হবে, এজন্য concept & practice এর বিকল্প নেই। practice এর জন্য MAT এ অনুশীলনী best & mandatory as well, but এই না যে খালি অনুশীলনী, ভিতরের লাইন অবশ্যই পড়তে হবে স্যার।