১৮ বছর হওয়ার আগেই শেখা উচিত এমন ১৮টি স্কিল

 ১৮ বছর হওয়ার আগেই শেখা উচিত এমন ১৮টি স্কিল

(স্কুল শেখাবে না, কিন্তু জীবন ঠিকই পরীক্ষায় ফেলবে)

১/ নিজের আবেগ বোঝা ও নিয়ন্ত্রণ করতে শেখা। 

২/ না বলতে শেখা। 

৩/  আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারা। 

৪/ নিজের জন্য সিদ্ধান্ত নিতে শেখা। 

৫/ মানি ম্যানেজমেন্ট বোঝাও শেখা। 

৬/ কোনো কিছু দীর্ঘমেয়াদে ধরে রাখার ধৈর্য ।

৭/ নিজের ঘর, বিছানা ও জিনিসপত্র গুছিয়ে রাখতে পারা। 

৮/ তথ্য যাচাই করতে শেখা। কোনটা ফেইক নিউজ সেটা বুঝতে পারা। 

৯/ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে শেখা।

১০/ বেসিক কমিউনিকেশন স্কিল (মেসেজ, ইমেইল, রিজিউমি লেখার কৌশল জানা)। 

১১/ মোবাইল/ডিজিটাল আসক্তি নিয়ন্ত্রণে রাখা।

১২/ কীভাবে শিখতে হয়, সেটা শেখা।

১৩/ নিজেকে অনলাইনে প্রেজেন্ট করার কৌশল।ডিজিটাল পরিচয় কিন্তু এখন বাস্তব পরিচয়ের অংশ।

১৪/ শোনার অভ্যাস গড়ে তোলা। 

শুধু বলা নয়, মন দিয়ে শোনাটাও একটা দক্ষতা।

১৫/ মতবিরোধ বা কনফ্লিক্ট হ্যান্ডেল করতে শেখা।

১৬/ প্রশ্ন করতে শেখা। 

১৭/ নিজেকে প্রতিদিন ১% হলেও উন্নত করার অভ্যাস।

১৮/ স্বাস্থ্য ও খাদ্য নিয়ে প্রাথমিক সচেতনতা। ভালো খাওয়া, ঘুম, শরীরচর্চার গুরুত্ব বোঝা!


 এর মধ্যে কয়টা স্কিল আছে আপনার??


- Asadudzaman Joy



Archive

কাজ চলছে!

আমাদের ওয়েবসাইটটি বর্তমানে নির্মাণাধীন।

সেরা অভিজ্ঞতার জন্য আমরা নিরলস কাজ করছি। নিয়মিত আপডেটের জন্য আমাদের সাথে থাকুন!

আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।

MediBee.info